• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯

নির্বাচন

কেন্দ্রে ভোটার কম, ইসি বলছে ধান কাটার মৌসুম

  • ''
  • প্রকাশিত ০৯ মে ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

ভোটারের উপস্থিতি কম, জাল ভোট, সংঘর্ষ, প্রিসাইডিং কর্মকর্তা আটক সাংবাদিকদের মারধরসহ নানা ঘটনার মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ। রাজপথের প্রধানবিরোধী দল বিএনপি ও সমমনা দলবিহীন এবারের উপজেলা নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল নির্বাচন কমিশন। এর মধ্যে প্রধান চ্যালেঞ্জ ছিল কেন্দ্রে ভোটার উপস্থিতি। অন্যদিকে নির্বাচন জমানের জন্য দলীয় প্রতীক রাখেনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এরপরও কেন্দ্রে ভোটার টানতে ব্যর্থ হয়েছে ইসি ও প্রার্থীরা। কেন্দ্রে ভোটার কম হওয়ার জন্য ইসি দায়ী করেছেন ধান কাটার মৌসুম ও ঝড় বৃষ্টিকে।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গতকাল জানিয়েছেন, নির্বাচনে ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে। ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য ধান কাটার মৌসুম ও ঝড়কে দায়ী করেছেন তিনি। নির্বাচনে ৩৪টি সহিংসতার ঘটনায় আহত হয়েছেন ২৪ জন। ৩৭ জনকে আটক করা হয়েছে বলে তিনি জানান। এ সময় তিনি আরও বলেন, ভোটকেন্দ্রের ভেতরে সহিংসতা হয়নি। কেন্দ্রের বাইরে সহিংসতা হয়েছে। দুটি কেন্দ্রে ভোট বন্ধ করা হয়েছে। তবে বড় ধরনের কোনো সহিংসতা হয়নি।

অন্যদিকে ঝড়-বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি প্রত্যাশার চেয়ে কিছুটা কম হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম। গতকাল নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। কোথাও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি জানিয়ে জাহাঙ্গীর বলেন, দুই-একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা যেখানে ঘটেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কঠোর ব্যবস্থা নিয়েছে। আমাদের খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার একটি ভোটকেন্দ্রের বাইরে গণ্ডগোল হওয়ায় ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া কোথাও ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ হয়নি।

তিনি আরও জানান, বগুড়া জেলার একটি ভোটকেন্দ্রে অবৈধভাবে ভোট প্রদানে সহায়তা করার দায়ে একজন প্রিসাইডিং অফিসারকে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। দুএকটি জায়গায় কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে আমরা জেনেছি, তবে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, অনেক জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন, সকালে বৃষ্টিও হয়েছে। চরাঞ্চলের কিছু কিছু জায়গায় ঝড়ের কারণে রাতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল, এই কারণে ভোটারদের উপস্থিতি দুপুর পর্যন্ত আমরা যেভাবে প্রত্যাশা করেছি তার চেয়ে হয়তো কিছুটা কম হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে কোথাও কোনো সমস্যা হয়নি বলেও জানান তিনি।

চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাইয়ে জাল ভোট দেওয়ার অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসারসহ তিনজনকে আটক করা হয়েছে। গতকাল উপজেলার উত্তর আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাদের আটক করেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট। আটককৃতরা হলেন, সহকারী প্রিসাইডিং অফিসার মুক্তি রানী হাওলাদার, পোলিং অফিসার মুন্নী বড়ুয়া ও সমীর চন্দ্র দাশ।

মেহেরপুর : মেহেরপুরের মুজিবনগরে জাল ভোট দেওয়ার অভিযোগে দুজনকে জরিমানা ও একজনকে কারাদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার বাগোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেনÑ বাবুল শেখ, মাহফুজ ও হৃত্বিক। এদের মধ্যে হৃত্বিককে কারাদণ্ড, বাবুল ও মাহফুজকে জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের বাসিন্দা।

ফেনী : ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে বিশৃঙ্খলা ও জাল ভোট দিতে গিয়ে দুইটি ভোটকেন্দ্র থেকে ৫ জনকে আটক করা হয়েছে। গতকাল উপজেলার আলী আজম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এবং গাবতলা হাজী আমীর হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে থেকে তাদের আটক করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে না দেওয়ায় পোলিং কর্মকর্তাকে মারধর করে। রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা পলাশ মজুমদার অভিযোগ করেন, বেলা ১১টার দিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হুমায়ূন কবির (চশমা প্রতীক) তার কয়েকজন সমর্থক নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। এরপর তার সমর্থকরা জাল ভোট দিতে চাইলে কর্মরত পোলিং কর্মকর্তা ফয়সাল ইসলাম বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রার্থীর সমর্থকরা পোলিং অফিসারকে চর-ধাপ্পড় মারতে থাকেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বগুড়া : বগুড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ও সিলসহ ব্যালট পেপার ভোট কেন্দ্রের বাইরে দেওয়ার অভিযোগে এক প্রিসাইডিং অফিসারকে আটক করেছে পুলিশ। এসময় এক প্রার্থীর এজেন্টকেও আটক করা হয়। অপরদিকে জাল ভোট দেওয়ার ঘটনায় দুই সহকারী প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে জেলার গাবতলীতে রামেশ্বরপুর ইউনিয়নে ও সোনারায় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসব ঘটনা ঘটে। আটকরা হলেন প্রিসাইডিং অফিসার শাহজাহান আলী ও এজেন্ট এরশাদ আলী। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন।

সুনামগঞ্জ : শাল্লা উপজেলার ছব্বিশা গ্রাম থেকে বুধবার রাতে টাকা বিতরণের অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসার অপু মাস্টারসহ ৪ জনকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেয়ার অভিযোগে মো. মেহেদী হাসান নামে একজন সহকারী প্রিসাইডিং অফিসারকে আটক করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর জাঙ্গালিয়া হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। মেহেদী হাসান ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন।

বরিশাল : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন চলাকালীন প্রিসাইডিং অফিসারের কাছ থেকে সিল দেওয়া অবস্থায় ৩টি ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। গতকাল বাকেরগঞ্জের ৩নং কেন্দ্র জে এস ইউ মডেল হাইস্কুলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম। তিনি ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন। এছাড়া বাকেরগঞ্জ কাকরদা জনতা ব্যাংকের কর্মকর্তা।

জামালপুর : জামালপুর সদর উপজেলার কেন্দুয়া এলাকায় এক ভোটারের ভোট দিয়ে দেওয়ার অভিযোগে পোলিং অফিসার মো. জাহিদুল ইসলামকে দ্বায়িত্ব থেকে প্রত্যাহার করেছেন প্রিসাইডিং অফিসার। গতকাল বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে ব্যালট সদৃশ পেপার' হাতে জাল ভোট দিতে গিয়ে আটক হয়েছেন এক প্রার্থীর এজেন্ট। গতকাল মদনপুর ইউনিয়নের লাউসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।

নরসিংদী : নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, মোটরসাইকেল ভাঙচুর ও চারটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে দুজন আহত হয়েছে।

নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও নোয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনাম সেলিমের এক সমর্থককে এলোপাতাড়ি কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ প্রার্থী আতাহার ইশরাক সাবাবের সমর্থকদের বিরুদ্ধে।

কুষ্টিয়া : জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে কুষ্টিয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মীর রেজাউল ইসলাম বাবুকে আটক করা হয়েছে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ জানান, জাল ভোট ও বিশৃঙ্খলার চেষ্টাকালে পুলিশ এক কাউন্সিলরকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করেছে।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচনে হোসেন্দি ইউনিয়নের ভবানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এক পুলিশ সদস্যকে মারধর করছিল আনারস প্রতীকের সমর্থক ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠু ও তার লোকজন। এ ঘটনার ছবি তুলতে গেলে মানবজমিনের মুন্সীগঞ্জ প্রতিনিধি গোলজার হোসেনের মোবাইল ফোন কেড়ে নিয়ে মারধর করা হয়। সেই সঙ্গে ওই কেন্দ্রের ভেতরে অন্তত সাত সাংবাদিককে অবরুদ্ধ করে রাখা হয়।

কক্সবাজার সদরে নুরুল আবছার বিজয়ী

কক্সবাজার প্রতিনিধি জানান, বিএনপি-জামায়াতের ভোট বর্জন, আওয়ামী লীগের অভ্যন্তরে তীব্র কোন্দলের কারণে বড় ধরনের সংঘাতের আশঙ্কা থাকা সত্ত্বেও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো কক্সবাজার সদর উপজেলা নির্বাচন। নির্বাচন শেষে ঘোষিত ফলাফলে কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একমাত্র প্রতিদ্বন্দ্বী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে পরাজিত করে আগামী ৫ বছরের জন্য কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি। বিজয়ী নুরুল আবছার পেয়েছেন ৩৬ হাজার ৫৪৫ ভোট। অন্যদিকে মুজিবুর রহমানের প্রাপ্ত ভোট ২৭ হাজার ৮০০। এই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী রোমেনা আক্তার। উল্লেখ্য ইতঃপূর্বে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বর্তমান ভাইস চেয়ারম্যান রশিদ মিয়াকে বিজয়ী ঘোষণা করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads